নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবস উদযাপনকে কেন্দ্র করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল কলেজ, মাদ্রাসা সহ সরকারের বিভিন্ন বিভাগ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। ২৬ মার্চ সকালে চাঁদপুর ষ্টেডিয়ামে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক ব্যাবস্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন,স্বাগত বক্তব্য প্রদান,শান্তির পায়রা উড়ানো , কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। স্বাধিনতা দিবসের দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধনি পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। পুলিশ সুপার মোঃ আমির জাফর বিশেষ অতিথির বক্তব্য রাখেন। “বাংলাদেশ চিরজীবি হোক” এ জাতীয় ধ্বনির মাধ্যমে সকলকে সতর্ক বার্তা দিয়ে কুচকাওয়াজ পর্ব শুরু হয়। দিবসের প্রথম প্রহরে রাতে শহীদ মুক্তিযোদ্ধা সড়কের স্মারক ভাস্কর্য অঙ্গিকার পাদদেশে সংসদ সদস্য, জেলা প্রশাসন , পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আইনজীবী, চিকিৎসক সহ সবস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন। সকালে ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারিরীক কসরত শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউজে চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা উপহার প্রদান করা হয়। জেলা তথ্য অধিদপ্তর থেকে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। সরকারি হাসপাতাল, জেল খানা, এতিমখানা, শিশু পরিবারে, মুখ বধির বিদ্যালয়ে উন্নত খাবার পরিবেশন করা হয়। জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। কুচকাওয়াজ শেসে সকালে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় শিশু কিশোরদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সবশেষে সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।