সকল মেনু

মায়ানমারে ৩২ দেশের কয়েক শত সাংবাদিকদের অংশগ্রহন

  image_1626_59387শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, ইয়াংগুন, মায়ানমার: ইন্টারন্যাশন্যাল প্রেস ইনষ্টিটিউট আইপিআই এর বিশ্ব সম্মেলন শুক্রবার থেকে মায়ানমারের রাজধানী ইয়াংগুনের ছাত্রিয়াম হোটেলের বল রুমে শুরু হয়েছে। মায়ানমারের ঐতিহ্যবাহি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইপিআই’র চেয়ারম্যানা গ্যাডিনা সিনোরোভা, মায়ানমারের তথ্য মন্ত্রী ই হাট, আইপিআই’র নির্বাহী পরিচালক বারবার ট্রিওমপি। উদ্বোধনী অনুষ্ঠানে মায়ানমারের তথ্য মন্ত্রী তার বক্তব্যে স্বাধীন গণমাধ্যমের উপর গুরুত্বারোপ করে বলেন, তার দেশে গণমাধ্যমের উপর এখন আর কোন নিয়ন্ত্রণ নেই। তা সত্ত্বেও কিছু কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, মিয়ানমারে সাংবাদিকদের হয়রাণী করা হচ্ছে। তিনি বলেন, মুক্ত গণমাধ্যমই পারে গণতন্ত্রকে শক্তিশালী করতে। তিন দিনব্যাপী ওই সম্মেলনে বিশ্বের ৩২ টি দেশ থেকে আগত গনমাধ্যম কর্মীরা অংশ নিচ্ছে। এর ভেতর বাংলাদেশের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলও রয়েছে।  সম্মেলনে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করছেন। পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top