সকল মেনু

গ্রেপ্তার হলো নূর হোসেনের সহযোগী

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি নূর হোসেনের সহযোগী আবদুর রহমান ওরফে রহম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার বুড়িচংয়ের দেবপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রহম আলীর বাড়ি ঢাকার ডেমরা থানার সারুলিয়ায়। তার বাবার নাম বাহাদুর বিশ্বাস। তাকে নারায়ণগঞ্জ আনার প্রক্রিয়া চলছে। মামলার তদন্তকারী সংস্থা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) মামুনুর রশিদ মণ্ডল গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন। সিদ্ধিরগঞ্জে নূর হোসেনের যাত্রাপালা ও অশ্লীল নৃত্য পরিচালনা করতেন রহম আলী। সেভেন মার্ডারের পর থেকেই তিনি পলাতক ছিলেন। প্রসঙ্গত, গত ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ মে আরও একজনের লাশ পাওয়া নদীতে। অপহরণের পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সাত খুনের দুটি মামলায় এ পর্যন্ত র‌্যাবের ১৭ সদস্যসহ মোট ৩০ জন গ্রেপ্তার হয়েছেন। অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিন র‌্যাব কর্মকর্তাসহ ১৮ জন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ ছাড়াও ঘটনার সাক্ষী হিসেবে ইতোমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন ১৬ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top