বগুড়া প্রতিনিধি: সারাদেশে হত্যা, গুম, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির বগুড়া শহর শাখা। রোববার(২২ মার্চ) সকালে শহরের নামাজগড় এলাকা থেকে মিছিলটি বের হয়। নামাজগড় স্বদেশ হাসপাতালের সামনে থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে নামাজগড় মোড় ঘুরে ট্রাকস্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ছাত্রশিবির শহর সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান বিন সাবিদের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম সরকার, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার অফিস সম্পাদক সফিকুল ইসলাম সফিক, শিবির নেতা এসআই শামীম ও আব্দুর রাজ্জাক প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।