মৌলভীবাজার প্রতিনিধি: পূবালী ব্যাংক লিঃ আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজার এর উদ্যোগে (২১মার্চ) শনিবার স্থানীয় রেস্ট ইন হোটেল হল রুমে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার শাখাসমূহের শাখা প্রধান ও দ্বিতীয় কর্মকর্তাদের নিয়ে “১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৫”অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক লিঃ উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান দিলীপ কুমার পাল সভাপতিত্বে এবং আইন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম.এ.হালিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিস,সিলেট এর মহাব্যবস্থাপক আবু হাবিব খায়রুল কবীর এবং পূবালী ব্যাংক লিঃ সিলেট পশ্চিমাঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আহমদ এনায়েত মনজুর,সিলেট প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ মশিউর রহমান খাঁন, সিলেট শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মাহবুব আহমেদ। ব্যবস্থাপক সম্মেলনে পূবালী ব্যাংকের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার শাখাসমূহের প্রধানগণ ও দ্বিতীয় কর্মকর্তাবৃন্দ এবং আঞ্চলিক কার্যালয়ের সকল কর্মকর্তা অংশ গ্রহন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম.এ.হালিম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন দেশকে এগিয়ে নিতে হলে ব্যাংকিং সেক্টরের উন্নতি খুবই জরুরী। পূবালী ব্যাংককে দেশের শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে পরিণত করার লক্ষ্যে সকল কর্মকর্তাকে কঠোর পরিশ্রমী ও উদ্যোগী হয়ে কাজ করার আহবান জানান। তিনি শাখা প্রধানগণকে ডিসেম্বর/১৫ এর ব্যবসায়িক লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য জোর তাগিদ দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।