সকল মেনু

চাঁদপুর কোস্টগার্ড কর্মকর্তাকে ঘুষ দিতে এসে আটক ১

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার  লেফটেন্যন্ট এম হাবিবুর রহমানকে ঘুষ দিতে এসে আটক হয়েছেন জাকির হোসেন মজুমদার  (৩০) নামের এক ব্যক্তি। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে কোস্টগার্ড স্টেশনের পন্টুন এলাকা থেকে তাকে আটক করা হয়। জাকির চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. মামুন মজুমদারের ছেলে। তিনি চাঁদপুর শহরের হার্কাস মার্কেটের একজন ব্যবসায়ী। কোস্টগার্ড জানায়, মঙ্গলবার সকালে চাঁদপুরের মেঘনা নদীর  মান্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইট কোনা জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করে কোস্টগার্ডের সদস্যরা। এর কিছুক্ষণ পরে একটি অপরিচিত মোবাইল নাম্বর থেকে স্টেশন কমান্ডার হাবিবুর রহমানের ফোনে কল আসে। ফোনের অপরপ্রাপ্ত থেকে জানানো হয় একজন লোক তার সাথে এসে দেখা করে কথা বলতে চায়। তিনি তাকে আসার অনুমতি দিলে সে কথা বলার নাম করে জাল ও নৌকা ছাড়িয়ে নেবার জন্য কোষ্টগার্ড কমান্ডারকে একটি খামে ভর্তি ২০ হাজার টাকা ঘুষ দিতে চায়। সাথে সাথে তাকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার। চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যন্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top