গাইবান্ধা প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবসটিকে স্মরণীয় করে রাখতে ‘পরিবেশ পরিচ্ছন্ন রাখি সুন্দর পৃথিবী গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলা শহরের পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন, পৌরসভা ও জেলা রোভার স্কাউটস যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক এহছানে এলাহী, পুলিশ সুপার আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বকর সিদ্দিক, মেয়র গাইবান্ধা পৌরসভা শামছুল আলম প্রমূখ। জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঝাড়–, কোদাল নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র, প্যানেল মেয়র, কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রোভার স্কাউটস, সাংবাদিক, শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।