মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পৌর ভবনের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় বাসের সুপারভাইজার আবুল হোসেন অগ্নিদগ্ধ ও হেলপার মাসুম আহমদ জানালার কাঁচ ভেঙ্গে নামতে গিয়ে আহত হন। পুলিশ জানায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ীর ভেতরে সুপারভাইজার ও হেলপার ঘুমোচ্ছিলেন। এ সময় দূর্বৃত্তরা বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।