ময়মনসিংহ প্রতনিধি: ময়মনসিংহ সদর উপজেলায় আনোয়ার হোসেন (৩২) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার অষ্টধর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত দুর্বৃত্তদের নৃশংস আঘাতে ঘটনাস্থলেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া, এ হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে তৎপরতা শুরু হয়েছে বলে জানা ওসি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।