গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা সদরে বাস টার্মিনাল এলাকায় ট্রাক চাপায় রবিউল ইসলাম (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলামের বাড়ী জেলা প্রশাসক কার্যালয় এলাকায়। তিনি শহরের ডিবি রোডে মোটরপার্টসের ব্যবসা করতেন। প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম মোটরসাইকেল যোগে শহর থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে বাসটার্মিনাল এলাকায় পৌঁছা মাত্র পলাশবাড়ীগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় রবিউলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ রাজিউর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।