কবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি : খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে এবং শ্রমিকদলসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবীতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল। এ উপলক্ষে আজ সকাল ১০ টায় বিএনপি জেলা কার্যালয় থেকে মিছিল নিয়ে সোনালী ব্যাকের সামনে এলে পুলিশ মিছিলে বাঁধা দেয়। পরে সেখানে তারা এক পথসভা করে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, জেলা শ্রমিক দল সভাপতি আফজাল হোসেন টিপু, শেখ শহিদুল্লাহ শহী, মির্জা জহিরুল হক, নাদের খান রাজু, জাহিদুল ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।