সকল মেনু

রাবার ড্যামের অজানা রহস্য

 বেলাল উদ্দিন, দিনাজপুর: আমরা অনেকেই জানিনা রাবার ড্যাম কিভাবে কাজ করে। এর কারিগরি দিকটা আমাদের অনেকেরি অজানা। নদীর তলদেশে এপার ওপার কংক্রিট নির্মত একটা প্রাচীর তৈরী করা হয়। এ প্রাচীরের উপরে রাবারের তৈরী ব্যাগ সংসুক্ত করে রাবার ড্যাম নির্মিত হয়। একটি ছোট বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে পানি ডুকিয়ে রাবার ব্যাগটি ফুলালে নদীতে আড়াআড়ি বাধের মতো রাবারের ড্যাম তৈরী হয়। বর্ষার মৌসুমের পর রাবার ড্যাম ফুলিয়ে নদীতে সেচের জন্য পানি সংরক্ষন করা হয়। এবং সেচ মৌসুম শেষ হলে রাবারের ব্যাগের ভিতরের পানি নিস্কাষন করে দিলে রাবার ব্যাগটি নদীর তলদেশে পড়ে গিয়ে সম্পূর্ণ নদীটি বন্যাকালীন প্রবাহের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রাবার ব্যাগের ভিতরের পানি আংশিক নিস্কাষন করে দিয়ে বা পাম্প চালিয়ে ভেতরে পানি ঢুকিয়ে প্রয়োজন মতো ড্যামের উচ্চতা কমানো কিম্বা বাড়ানো যায়। বৃষ্টি বা অন্য কনো কারোনে উজান থেকে অতিরিক্ত পানি এলে তা ড্যামের উপর দিয়ে গড়িয়ে পরে। রাবার ব্যাগটি সর্বোচ্চ উচ্চতায় থাকলে সংরক্ষিত পানি নদীর উজনে উচ্চতা বৃদ্ধি পাবে, ক্ষরা মৌসুমেও নদীতে পানি ভরপুর থাকবে। যে পানি সেচ কাজে ব্যবহার করা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top