সকল মেনু

নীলফামারীতে মিঠু হত্যা মামলার আসামি গ্রেফতার

মো. আমিরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরীগঞ্জের আলোচিত মিঠু হত্যা মামলার ২ নম্বর পলাতক আসামি জাহানুর (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে কিশোরীগঞ্জ উপজেলার কেল্লাবাড়ি থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়। জানা যায়, ২০১৪ সালের ১৩ জুন টাকা লেনদেনকে কেন্দ্র করে উপজেলার মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ি গ্রামের শাহ আহমেদ হোসেনের পুত্র শাহ গোলাম মোর্শেদ মিঠু (১৮) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মিঠুর বড় ভাই শাহ গোলাম মোস্তফা বাদী হয়ে নামীয় ৮ জন ও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার সময় এলাকাবাসী আব্দুল খালেকের পুত্র প্রধান আসামি রুবেলকে ধরে পুলিশের হাতে সোপার্দ করে। সেই থেকে ওই আসামি কারাগারে রয়েছে। বাকি আসামিরা পলাতক থাকার পর ২ নম্বর আসামি জাহানুর বাড়িতে আসে। গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি বাজারে অবস্থিত মনি সর্দারের বাড়িতে আত্মগোপনে থাকা ওই আসামিকে গ্রেফতার করে পুলিশ। কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top