সকল মেনু

অবশেষে নিউইয়র্কে মিলবে ঈদের ছুটি

us-schoolআন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কে মুসলমানদের ঈদের ছুটি অবশেষে আইনে পরিণত হয়েছে। সে অনুযায়ী, এ বছর থেকে নিউইয়র্কের সব স্কুল ঈদুল ফিতর ও ঈদুল আযহা’র দিন সরকারি ছুটির দিন হিসেবে বন্ধ থাকবে।

নিউইয়র্কের নতুন মেয়র প্রার্থী বিল ব্লাজি স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে এই আইন প্রণয়নের কথা জানান। এই ছুটিকে ন্যায্য অধিকার বলেও মন্তব্য করেন ব্লাজি।

দুই ঈদে ছুটি ঘোষণায় কোয়ালিশন ফর মুসলিম হলিডে’র সুজাত খান মেয়র ব্লাজিওকে ধন্যবাদ জানান এবং এর মাধ্যমে মুসলমানরা নিজেদের এ সমাজের অংশ হিসেবে উপলব্ধি করতে পারবে বলে মন্তব্য করেন।

নিউইয়র্কের ইতিহাসে সর্বোচ্চ জন সমর্থন পেয়ে নির্বাচিত মেয়র বিল ডি ব্লাজিও শুরু থেকেই ধর্মীয় ভেদাভেদ দূর করে সবার সম অধিকার প্রতিষ্ঠার কথা বলে আসছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top