সকল মেনু

যাত্রা শুরু করলো অনলাইন শপ ‘শিশিরবিন্দু’

 সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতা দিবসের মাস মার্চের ১ তারিখে যাত্রা শুরু করেছে অনলাইন শপ শিশিরবিন্দু।ইন্টারনেটের এই সময়ে জনপ্রিয় একটি সেলবাজার  হচ্ছে ই-কমার্স  বা অনলাইন ব্যবসা। বাড়ীতে বসে নেটে দেখে ব্যান্ড পছন্দ করে অর্ডার দিলেই রকমারি ডিজাইনের  পন্য পৌছে যায় অর্ডারকারির বাড়িতে। সিরাজগঞ্জের উদীয়মান তরুন ব্যবসায়ী শুভ ভেীমিক নিজস্ব পন্য নিয়ে একটি অনলাইন শপ খুলেছে যার নাম শিশিরবিন্দু। ১লা মার্চ থেকে যাত্রা শুরু করেছে এই শপটি।  শিশিরবিন্দু তে বিভিন্ন সাইজের হরেক রকম ডিজাইনের টি-শাট,পলো শাট-থ্রি কোয়াটার প্যান্ট সহ নানান ধরনের ব্যান্ডের পোশাক বিক্রয় করা হচ্ছে। উদ্ধোধনের পর থেকেই ব্যাপক সারা পেয়েছে ডিজিটাল সময়ের এই শপটি। শিশিরবিন্দুর পন্য দেখার জন্য ভধপব নড়ড়শ  এর  ফবফিৎড়ঢ় এ সার্চ দিলেই দেখতে পারবেন । এর পরে পছন্দের পন্য উল্লেখ করে ০১৯১২-৪০১৮১৯ অথবা ০১৭১৬-৫০৫৯০৭ নম্বরে এস এম এস করলে বাড়িতে পৌছে দেয়া হবে পন্য। এই প্রতিষ্ঠানটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে সিরাজগঞ্জের তরুন সাংস্কৃতিক কর্মী সাংবাদিক দিলীপ গৌর। শিশিরবিন্দু শপটি ঢাকা এবং গাজীপুর দুই স্থান থেকে নিজস্ব কারিগর দ্বারা পন্য উৎপাদন করে বিক্রয় করছে। সকলের সহযোগীতা পেলে এই প্রতিষ্ঠানটি হয়ে যাবে ডিজিটাল  ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top