কবির হোসাইন,পিরোজপুর প্রতিনিধি : সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘন্টা হরতালের সমর্থনে পিরোজপুরে মিছিল করেছে জেলা ছাত্রদল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় জেলা ছাত্রদল নেতা সালাউদ্দিন কুমারের নেতৃত্বে মিছিলটি টাউন ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে কৃষ্ণচুড়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা সালাউদ্দিন কুমার, ছাত্রনেতা সাইফুল ইসলাম, সোহেল খান, জালিস মাহমুদ ও সাইদুল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।