সকল মেনু

বিশ্বের ‘সবচেয়ে ব্যয়বহুল’ শহর সিঙ্গাপুর

48013হট নিউজ ডেস্ক: ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর এক জরিপের তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের খেতাবটি এখনও দখলে রেখেছে সিঙ্গাপুর। ১ বছর আগে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল শহরের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তার শীর্ষ ৫টি অবস্থানে এ বছরও কোন পরিবর্তন আসেনি। অর্থাৎ, সিঙ্গাপুরের পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে, প্যারিস, অসলো, জুরিখ ও সিডনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নিউ ইয়র্ককে তুলনামূলক পর্যালোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করে বিশ্বজুড়ে ১৩৩টি শহরের ওপর এ জরিপ পরিচালনা করে ইআইইউ। খাদ্য, পোশাক-পরিচ্ছদ, ইউটিলিটি বিলসহ (গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি) মোট ১৬০টি সেবার মানকে পর্যালোচনায় এনে এ তালিকা তৈরি করা হয়েছে। নিত্যদিনের মুদি দোকানের পণ্যের দিক থেকে নিউ ইয়র্কের চেয়ে ১১ শতাংশ বেশি ব্যয়বহুল সিঙ্গাপুর। এদিকে পোশাকের দামের বিবেচনায় সিউলের সঙ্গে অবস্থান করছে সিঙ্গাপুর। নিউ ইয়র্কের তুলনায় এ শহর দুটিতে পোশাকের দাম ৫০ শতাংশ বেশি। সিঙ্গাপুরে গাড়ির দামও অতিরিক্ত বেশি। নিউ ইয়র্কের তুলনায় যানবাহনে যাতায়াত ব্যবস্থাতেও ৩ গুণ বেশি খরচ হয় সিঙ্গাপুরবাসীদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top