সকল মেনু

বিআরটিএ’র মিরপুর কার্যালয়ে অভিযান; ২২ দালালের সাজা

brta-ovijanনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ২২ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিআরটিএ ও র‌্যাব-৪ যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় বিআরটিএ কার্যালয় ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় চল্লিশ জনকে আটক করা হয়। পরে দালালির সাথে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমান আদালত ২০ জনকে সর্বনিম্ন ১৫ এবং সর্বোচ্চ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়াও ২ জনকে আড়াই হাজার টাকা করে জরিমানা করা হয়।

র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন বলেন, ‘আটককৃতরা তাদের দোষ স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদেরকে বিআরটিএ’র অধ্যাদেশ-১৯৮৩ এর ১৪০ ধারায় সাজা দেয়া হয়েছে।’

বিআরটিএ’র  নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ বলেন, ‘আমাদের আনসার সদ্য নিয়মিত টহল দিচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top