সকল মেনু

ডিসিসি নির্বাচনের প্রস্তুতিতে দুই সপ্তাহ সময় প্রয়োজন: ইসি

dcc-electionনিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম। প্রস্তুতির পরই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকেলে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিং এ তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ইউনিয়নের ৩টি ওয়ার্ডে সমস্যার কারণে উদ্যোগ নিয়েও নির্বাচন করা হয়নি। এখন নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে মাঠ পর্যায়ে কিছু প্রস্তুতির প্রয়োজন হয় সেটার জন্য কিছুদিন সময় লাগবে। এই সময়ের পর প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশনের কাছে সেটা উপস্থাপন করা হবে। এরপর সব কিছুই নির্বাচন কমিশনের এখতিয়ার।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top