সকল মেনু

বাংলাদেশিদের প্রশিক্ষণে অর্থসহায়তা দিতে আগ্রহী ইইউ

বাংলাদেশিদের প্রশিক্ষণে অর্থসহায়তা দিতে আগ্রহী ইইউনিজস্ব প্রতিবেদক : ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশীদের প্রশিক্ষণে সরকারকে অর্থসহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে, ইইউ।

রোববার দুপুরে প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাথে এক আনুষ্ঠানিক সাক্ষাতে এ আগ্রহ দেখায় বাংলাদেশে নিযুক্ত ইওরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।

রাজধানীতে প্রবাসীকল্যান ভবনে প্রবাসী কল্যানমন্ত্রীর সাথে প্রায় ঘন্টাব্যাপী বৈঠক করে বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধি দল। বৈঠকে দুই পক্ষে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে মন্ত্রী জানান, বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ক্ষেত্রে আগ্রহ থাকলে ইইউ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়ার অনুরোধ জানানো হয়েছে। আর কাতারে শ্রমিক পাঠানোর ব্যাপারে সব দিক খতিয়ে দেখতে আগামীকাল সরকারের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল কাতার সফর করবে বলেও জানান, মন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top