রংপুর প্রতিনিধি : রংপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পন করেন সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিভাগীয় কমিশনার মোহাম্মদ দিলোয়ার বখত, ভারপ্রাপ্ত ডিআইজি হুময়ুন কবির, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, পুলিশ সুপার আবদুর রাজ্জাকসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, গনতন্ত্রী পার্টি, ওয়ার্কার্স পার্টি, রংপুর প্রেস ক্লাব সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, মাহিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত। এতে সভাপত্বি করেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতার আযোজন করে।
এদিকে, সিটি প্রেসক্লাব সাংবাদিক সন্তানদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। ক্লাব সভাপতি শরিফুজ্জামান বুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আলী আশরাফ, ছড়াকার এসএম খলিল বাবু, শাকিল আহমেদ, স্বপন চৌধুরী, একেএম মইনুল হক, আবেদুল হাফিজ, হুমায়ুন কবির মানিক প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।