সকল মেনু

ভান্ডারিয়ায় ১টি বাঘের চামড়া ও ১৪টি হরিনের চামড়া উদ্ধার- আটক ২

 কবির হোসাইন,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় ১টি বাঘের চামড়া ও ১৪টি হরিনের চামড়া উদ্ধার ও এক ইউপি সদস্যসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৮। এ ঘটনায় পালাতে গিয়ে আহত হয়েছে ওই ইউপি সদস্য। র‌্যাব সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোর রাত থেকে র‌্যাব পিরোজপুর- মঠবাড়িয়া সড়কের ইকড়ি বাজারের কাছে ওৎ পেতে থাকে। র‌্যাবের এএসপি জসিম উদ্দিনের নেতৃত্বে ভোর সাড়ে ৫ টায় ভান্ডারিয়ার তেলিখালী থেকে আসা একটি টমটমের গতিরোধ করে। এ সময় টমটমে থাকা তেলিখালীর ইউপি সদস্য বাবুল মাতুব্বর দৌড়ে পালাতে গিয়ে আহত হয়।

র‌্যাব টমটম থেকে ১টি বাঘের চামড়া ও ১৪টি হরিনের চামড়া উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব বাবুলসহ চালক মামুনকে আটক করে।র‌্যাব জানায় আটক ইউপি সদস্য বাবুল মাতুব্বরের বিরুদ্ধে ২ টি হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কৃয়াধীন রয়েছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top