সকল মেনু

হাইতিতে উৎসবে বিদ্যুৎস্পৃষ্টে ১৮ জনের মৃত্যু

83110_54আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে এক উৎসবে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মঙ্গলবার কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উৎসব উপলক্ষে একটি নৌকায় [ফ্লোট] প্রচুর লোক উঠেছিল। বৈদ্যুতিক লাইনের নিচ দিয়ে নৌকাটিকে যাওয়ার জন্য এদের কেউ খুঁটি বা লাঠি দিয়ে লাইনটি নড়ানোর চেষ্টা করছিল। তখনই বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে। এতে ১৮ জনের মৃত্যুুু হয়। খবর এপির

বার্ষিক একটি উৎসব উপলক্ষে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের রাস্তায় প্রচুর লোকের সমাগম হয়েছিল। দুর্ঘটনার সময় নৌকাটির কাছাকাছি থাকা ২২ বছর বয়সী এক যুবক বলেন, আমি বিদ্যুতের তার নিচে পড়তে ও আগুনের স্ফূলিঙ্গ দেখেছি। তা দেখে আমি নিজের জীবন বাঁচাতে দৌঁড়াতে থাকি।

পোর্ট-অ-প্রিন্সের জেনারেল হাসপাতালের চিকিৎসক জোয়েল ডিজায়ার বলেন, কমপক্ষে ১৮ লোকের মৃত্যু হয়েছে। অন্য কোথায় আরো কাউকে নেয়া হয়েছে কিনা এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top