সকল মেনু

কুড়িগ্রামের রৌমারীতে শিশুদের রোটা ভাইরাসের আক্রমন

রোটা আক্রান্তডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে হঠাৎ করেই শিশু ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় দুই শতাধিক শিশু এ রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়। ক্রমেই এ রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা জানান, রোটা নামক এক প্রকার ভাইরাসের দ্বারা শিশুদের মাঝে এই রোগ সংক্রমিত হচ্ছে। আক্রান্ত শিশু আসা মাত্রই  চিকিৎসা দেয়া হচ্ছে বলে তারা জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ শাহজাহান কবীর ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোস্তাফিজ মান্নান জানান, আক্রান্ত শিশুর অবস্থা দেখে  বলা যায় রোটা ভাইরাসের কারনে এমনটা হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে জ্বর ও বমি বমি ভাব এবং পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানা শুরুর সাথে সাথে শিশুর পানি শুন্যতা দেখা দেয়। শিশুরা এ রোগে আক্রান্ত হলেই তিনি দ্রুত হাসপাতালে নিয়ে আসার আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top