কবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় দূর্বিত্ত্বদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি বাস। থানাসূত্রে জানাগেছে, গত রাত ১ টার দিকে ভান্ডারিয়ার কাঠালিয়া বাসস্ট্যান্ডে কাঠালিয়া- ভান্ডারিয়া রুটের রায়হান নামের একটি থামানো বাস থেকে ধোয়া বের হতে দেখে টহল পুলিশ । এ সময় তারা ভান্ডারিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়। ততক্ষনে বাসের ভিতরের সিটগুলোসহ ভিতরের অংশ পুড়ে যায়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আবু যাহীদ জানান, বাসে কিভাবে আগুন লেগেছে তা স্পস্ট নয়। এ সময় টহল পুলিশ রাস্তায় কাউকে দেখতে পায়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি বলে তিনি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।