বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলার ঠনঠনিয়া আন্তঃজেলা বাসস্ট্যান্ডে বাবলু পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-৩৮২৮) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকা থেকে ছেড়ে এসে বগুড়ায় যাত্রী নামিয়ে দেওয়ার পরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়। এ ঘটনায় তৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার ডিউটি অফিসার পিএসআই দিলালুর রহমান হটনিউজ২৪বিডি.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।