সকল মেনু

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ পুলিশী বাধায় পন্ড

pirojpur 14.02.15[(000114)17-41-08]কবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি : নির্দলীয় নিরপেক্ষ তত্তাবাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পিরোজপুর জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার বিকেল ৩ টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এলে পুলিশ তাদের বাঁধা দেয়। পরে তারা জেলা পরিষদ মার্কেটের মাসনে এসে এক পথসভায় মিলিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারন সম্পাদক মো: আলমগীর হোসেন। এ সময় বক্তারা সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে দলীয় নেতা-কর্মীদের আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top