সকল মেনু

ইউরোপে আজ মাঠে নামছে সব জায়ান্টরা

ইউরোপে  জায়ান্টরাক্রিড়া প্রতিবেদক : কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। সব ধরণের প্রতিযোগিতায় গেল ৯ ম্যাচে অপরাজিত বার্সেলোনার লক্ষ্য এ ম্যাচেও জয় দিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে রাত ১টায়। আরেক ম্যাচে, ‌এস্তাদিও স্যান ম্যামেসে, অ্যাতলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে এস্পানিওল।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রীজে লিগ লিডার চেলসি আতিথ্য দেবে এভারটনকে। টটেনহামের বিপক্ষে হার দিয়ে বছর শুরু করলেও, এরপর ৪ ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে ব্লুজরা। পয়েন্ট টেবিলের ২য় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্ট বেশী নিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে হোসে মরিনহোর শিষ্যরা।

এবার ঘরের মাঠে প্রতিপক্ষ এভারটন হওয়ায় পুরো তিন পয়েন্টের আশা করতেই পারেন মরিনহো। কেন না স্ট্যামফোর্ড ব্রীজে গেলো ২১ বছর টফিসদের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি চেলসি। তবে সাসপেনশনের কারণে দিয়েগো কস্তা খেলতে না পারলেও, মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রেগাস ফিরতে পারেন এই ম্যাচে। অন্যদিকে স্টিভেন পিনার-লিওন ওসমান ও টিম হাওয়ার্ডকে ছাড়া খেলতে হতে পারে এভারটনকে।

আরেক ম্যাচে স্টোক সিটির মাঠ ব্রিটানিয়া স্টেডিয়ামে আতিথ্য নেবে ম্যানচেস্টার সিটি। লিগে গেলো ৫ ম্যাচে মাত্র ১টিতে জয় পাওয়ায় শিরোপা ধরে রাখাটা এখন অনিশ্চিত সিটিজেনদের জন্য। এদিকে পটার্সদের বিপক্ষে ম্যান সিটির ইতিহাসও খুব একটা সুখকর নয়। প্রিমিয়ার লিগে স্টোকের বিপক্ষে শেষ ১০ ম্যাচের মাত্র ৪টিতে জিতেছে তারা।

তবে প্রতিপক্ষের মাঠে টানা ১৮ ম্যাচে গোল করার রেকর্ডটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে সিটিজেনদের। এছাড়া গুরুত্বপূর্ন কোনো ফুটবলারের ইনজুরি না থাকাটাও স্বস্তির কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি’র জন্য। তাই ব্রিটানিয়া থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে বার্নলির বিপক্ষে। এবারের লিগে ২৪ ম্যাচের মাত্র ৪টিতে জিতেছে বার্নলি। যাতে রেলিগেশন শংকায় পড়েছে ক্লাবটি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রেড ডেভিলদের। আর থিয়েটার অব ড্রীমে গেলো ৫৩ বছর বার্নলির বিপক্ষে না হারার রেকর্ডটাও বাড়তি প্রেরণা দেবে কোচ লুই ভ্যান হলের শিষ্যদের। তবে ইনজুরির কারণে মাইকেল ক্যারিক ও সাসপেশনের কারণে লুক শ’কে ছাড়া মাঠে নামতে হবে রেকর্ড ২০বারের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top