সকল মেনু

বোমা সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান

কামরুলনিজস্ব প্রতিবেদক : বোমা সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হতে আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এদিকে, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ১‌/১১এর কুশীলবরাই আজ বোমাবাজদের সঙ্গে সংলাপের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে নারী পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তারা এসব কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘মানুষ এখন সোচ্চার হচ্ছে, ধিক্কার জানাচ্ছে অসুর শক্তির বিরুদ্ধে। তারা আর কিছুতেই বেশিদিন এই আন্দোলনের নামে নাশকতা চালিয়ে যেতে পারবেনা। আমি সাধারণ মানুষকে আহবান জানাচ্ছি, এই অশুভ শক্তির বিরুদ্ধে আপনারা মাঠে নেমে আসুন।’

তিনি বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সংলাপে বসার আহবানের মন্তব্যের সমালোচনা করে বলেন, খোকা সাহেব তার বক্তব্যের মাধ্যমে স্বীকার করে নিয়েছেন যে বিএনপি-জামায়াত এই নাশকতা চালাচ্ছে। তিনি বলেন, ‘পশুদের সাথে কোন সমঝোতা নয়, কোন আলোচনা নয়। এদের দমনে সরকার যা ব্যবস্থা নেয়ার ঠিক তাই নেবে।’

রাশেদ খান মেনন বলেন, ‘আজকে যারা সংলাপের কথা বলছে, সমঝোতার নামে নাশকতাকারিদের সাথে আলোচনার কথা বলছে তারা সবাই ওই ১/১১’র কুশীলব। যাদের সেদিন ১/১১-এর সরকারের সাথে সংশ্লিষ্টতার জন্য দল থেকে বের করে দেয়া হয়েছিলো, সেই দলছুট ব্যক্তিরা আজ আলোচনার ফর্মুলা বের করছেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top