কবির হোসাইন,পিরোজপুর প্রতিনিধি : সবার উপরে দেশ, দেশ বাঁচাও অর্থনীতি বাঁচাও- এই শ্লোগানে সারা দেশের ন্যায় পিরোজপুরেও একযোগে প্রতিকী অবস্থান কর্মসূচি পালন করেছে পিরোজপুরের ব্যবসায়ীরা।
পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নেতৃত্বে আজ রোববার দুপুর ১২টায় সর্বস্তরের ব্যাবসায়ীরা জাতীয় পতাকা হাতে চেম্বার অব কমার্স ভবনের পাশের প্রধান সড়কে এ অবস্থান কমসূচি পালন করে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বারের সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান শেখ আলম, সহ সভাপতি গোলাম মাওলা নকিব। এসময় সম্মিলিত ব্যবসায়ী সমিতি সহ সকল ধরনের ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।