সকল মেনু

পিরোজপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত

পিরোজপুরকবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেসারাবাদে (স্বরুপকাঠী) পুলিশের উদ্ধার অভিযানে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এর আগে নেসারাবাদে পুলিশের অভিযানে বাচ্চুসহ স্বরুপকাঠী পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাওলানা দেলোয়াকে ২টি ককটেল ও দুই বোতল পেট্রলসহ আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গতরাত ১১ টার দিকে স্বরুপকাঠী শহরের জগৎপট্টি এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় বাচ্চুকে আটক করে তারা। পরে তার স্বীরারোক্তি মতে রাত ২টার দিকে উদ্ধার অভিযানে স্বরুপকাঠীর পৌর এলাকার ভূমি অফিসের কাছে গেলে বাচ্চুর সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এতে বাচ্চু নহত হয়। এ ঘটনায় স্বরুপকাঠি পুলিশের এস আই  মামুন ও কনস্টবল বাবুল আহত হয়।

পিরোজপুরের পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন বিষয়টি ণিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top