সকল মেনু

দেশে জরুরি অবস্থা জারির পরিস্থিতি হয়নি

শেখ হাসিনাহট নিউজ ডেস্ক : দেশে জরুরি অবস্থা জারির পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কীভাবে সন্ত্রাস দমানো যায় সেই ব্যবস্থা নেওয়া আছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তো আছে।

জনগণ আমাদের সঙ্গে আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়েই আমরা এ অবস্থার মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ।’

অতীতের জরুরি অবস্থা জারির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ইয়াজ উদ্দিন সাহেব জরুরি অবস্থা জারি করতে পেরেছিলেন, কারণ তিনি একই সাথে সরকার প্রধান ও রাষ্ট্র প্রধান ছিলেন। এক্সিকিউটিভ ক্ষমতায় তিনি জরুরি অবস্থা জারি করতে পেরেছিলেন। এখন যদি জরুরি অবস্থা জারি করতে হয় তাহলে প্রধানমন্ত্রীকে লিখে দিতে হবে তারপর রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবেন।’

প্রধানমন্ত্রী বলেন, দেশকে অসাংবিধানিক পন্থায় আমরা ছেড়ে দিতে দেব না, জনগণও সেটি চায় না। আর কেউ যদি এটি করতে চায় তবে জনগণই সেটি রুখে দেবে। মুষ্টিমেয় সন্ত্রাসীদের জন্য বাংলাদেশের মানুষ কষ্ট পাবে সেটি আমরা হতে দেব না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top