সকল মেনু

বিদ্যুতকেন্দ্র হামলার কথা স্বিকার করেছে আটকৃত শিবির কর্মীরা

 কে,এম মনজুরুল হক(জাহেদ)চট্টগ্রাম : হাটহাজারী বিদ্রুত কেন্দ্রে হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে গত ৩জানুয়ারী গ্রেপ্তার হওয়া ৭ শিবির কর্মীরা।প্রাথমিক ভাাবে তারা জানায় হাটহাজারী ২০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট ও বিদ্যুত গ্রীডে হামলার পরিকল্পনা ছিল শিবিরের।এছাড়া জামাত শিবিরের হাইকমান্ডের নির্দেশে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে নাশকতা করার প্রস্তুতি ছিল বলে স্বীকারুক্তি দিয়েছেন।এব্যাপারে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম বলেন,আটককৃতরা প্রাথমিক জিগ্সা বাদে বলেন নাশকতাকারীরা এগার মাইল এলাকার ২০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট ও গ্রিডে হামলার কথা স্বীকার করেছে।নাশকতা কারীরা অর্থেও যোগানদাতাদেও নামও বলেছেন।নাশকতা কারীরা পরিবার নিয়ে থাকার জন্য বাসা ভাড়া নিলেও সেখানে তারা মূলত বিস্পোরন মজুদ রাখত।হাটহাজারী পৌরসভার শায়েস্থা খা পাড়া এলাকার মান্নান ভবরেন অভিযানে গেলে এরা রুমের বাইওে তালা লাগিয়ে দেয় যাতে কেউ ডুকতে না পারে।পওে কৌশলে পুলিশ কক্ষের ভেতর প্রবেশ কওে পেট্রল বোমা,ককটেল সহ শিবির কর্মীদের গ্রেপ্তার করে।এদিকে গ্রেপ্তারের খবর পেয়ে চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর)মোস্তাফিজুর রহমান হাটহাজারী থানায় আসেন।তারা অভিযানকারী পুলিশ কর্মকর্তাদেও নগদ ১০হাজার টাকা পুরস্কার দেন।পুলিশ সুপার হাফিজ আক্তার বলেন,গ্রেপ্তারকৃতরা নাশকতাকারী চক্রের সদস্য।পুলিশ তাদেরকে আটক করতে না পারলে তারা হয়তো বড় কোন নাশকতা ঘটনা ঘটাত বলে দাবী করেন।।পুলিশ এসব নাশকতাকারীদের কাছ থেকে গুরুত্বপূর্ন তথ্য পেয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top