সকল মেনু

চট্টগ্রামে পেট্রল বোমাসহ ৬ শিবির কর্মী আটক

  রোমান শেখ,হটনিউজ২৪বিডি.কম,চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পেট্রল বোমাসহ শিবিরের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মেখল রোডের শায়েস্তা পাড়ার মান্নান ভবনের ৩য় তলার দুটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ১৮টি পেট্রল বোমা, ২ মোটরসাইকেল, ১ টি ল্যাপটপ, জিহাদী বই ও ২টি ককটেলসহ বোমা তৈরির বেশ কিছু বিষ্ফোরক উদ্ধার করা হয়।গোপন সংবাদ ভিত্তিতে অভিযান পরিচালনা করে বলে জানায় পুলিশ।আটককৃত ৬ শিবির কর্মী হলেন, কুড়িগ্রামের মুকুল মিয়ার পুত্র আব্দুল মালেক (১৯), সুরত আলীর পুত্র নজরুল ইসলাম (২১), কক্সবাজারের বদিউল আলমের পুত্র খায়রুল আমিন (২৩), হাটহাজারী উপজেলার মফিজুর রহমানের পুত্র মাঈন উদ্দিন (২৪), ময়মনসিংহের রশিদের পুত্র সুজাত হোসেন (২৩), নেত্রকোনার দেওয়ান আলীর পুত্র মাহমুদুল হাসান (১৯)।এদের মধ্যে সুরত আলী, সুজাত হোসেন ও মাহমুদুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বর্ষের ছাত্র।আটককৃত শিবির কর্মীরা চট্টগ্রামের হাটহাজারীসহ বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলো বলে পুলিশ নিশ্চত করেছে।হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানিয়েছেন, আটক ৬ জন জামায়াত শিবিরের সক্রিয় কর্মী। দলীয় হাই-কমান্ডের নির্দেশে তারা হাটহাজারীসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির কাজ করার পরিকল্পনা করছিলো। গোপন সংবাদ ভিত্তিতে তাদের আটক করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top