সকল মেনু

ঠোঁটের যত্ন নিবেন যেভাবে

Lipsলাইফস্টাইল ডেস্ক : মানুষের সৌন্দর্য ফুটে উঠে চেহারায়। আর ঠোঁট হচ্ছে চেহারার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সৌন্দর্য বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের মতো ঠোঁটকেও একটু প্যাম্পার করতে পারলেই মিলবে যেমনটি চান।

ঠোঁটের যত্ম কীভাবে নিতে হবে? এ নিয়েই আমাদের এ আয়োজন-
১. ত্বকের মতো ঠোঁটেও ডেড সেল (মৃত কোষ) জমে। সবার আগে এগুলোকে পরিষ্কার করতে হবে। কীভাবে করবেন? দাঁত মাজার পর নরম দাঁড়ার টুথব্রাশ দিয়ে আলতো হাতে ঠোঁট ঘষে নিতে পারেন। অথবা নরম ভিজে, নরম কাপড় দিয়েও এই কাজ সম্ভব।

২. পরের ধাপ ত্বকের কালচে ছাপ কমানো। অনেকদিন ধরে গাঢ়রঙা লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটে এরকম কালচে ছোপ দেখা দেয়। এর রেমিডি লেবু-মধুর প্যাক। মধুর মধ্যে লেবুর রস মিশিয়ে ১৫-২০ মিনিট ঠোঁটে লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে নিন। নিয়মিত করতে পারলে হাতে ভালো ফল পাবেন।

৩. ঠোঁটের হারানো আর্দ্রতা ফেরাতে চাইলে ঠোঁটে রোজ ময়েশ্চারাইজার মাখতে হয়! বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই ময়েশ্চারাইজার। দুধ আর মধু মিশিয়ে রাতে শোয়ার আগে মেখে নিন। সকালে উঠে নিজের ঠোঁট দেখে নিজেই চিনতে পারবেন না। সেইসঙ্গে প্রচুর পানি, শাক-সবজি এবং ফল তো ডায়েটে রাখতেই হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top