সকল মেনু

দেশের বিভিন্ন স্থানে নাশকতায় নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জানাজাহট নিউজ ডেস্ক : চলমান অবরোধ-হরতালে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও জানাজার আগে সমাবেশের আয়োজন করা হয়। এসব সমাবেশে ১৪ দলের নেতাকর্মীরা নাশকতার আগুনে নিরীহ মানুষ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ময়মনসিংহ: অবরোধ-হরতালে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে মৃতদের আত্মার মাগফিরাত কামনায় জুমার নামাজের পর ময়মনসিংহের গাঙিনারপাড় জামে মসজিদের পাশের সড়কে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানসহ ১৪ দলের নেতাকর্মীরা।

খুলনা: খুলনার হাদিস পার্কে গায়েবানা জানাজায় অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান, জেলা প্রশাসকসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ফেনী: ফেনীর শহীদ মিনার চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।

বরিশাল: নগরীর সদর রোডে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য শেখ টিপু সুলতানসহ ১৪ দলের নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া: জেলা আওয়ামী লীগের উদ্যোগে টেংকের পাড় জামে মসজিদ ময়দানে গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

রাজশাহী: নগরীর জিরো পয়েন্ট বড় মসজিদে জুমার নামাজে বিশেষ দোয়া করা হয়। পরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

সিলেট: সিলেটের কোর্ট পয়েন্টে গায়েবানা জানাজায় অংশ নেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

রংপুর: পাবলিক লাইব্রেরি মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ১৪ দলের নেতাকর্মী ছাড়াও শত শত মানুষ অংশ নেন।

এছাড়া মানিকগঞ্জ, নাটোর, ঝালকাটি, চাঁদপুর, মংলা, কুমিল্লা, পঞ্চগড়, গাইবান্ধা, মৌলভীবাজার ও টাঙ্গাইলে ১৪ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top