খুলনা প্রিতিনিধি : জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ বলেছেন, বিএনপি-জামায়াতের লাগাতার অযৌক্তিক হরতাল-অবরোধে দেশের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। অবিলম্বে ক্ষতিকর এ সকল কর্মসূচি বন্ধ না করলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। মানুষ ঘুরে দাঁড়ালে তারা পালানোর পথ খুঁজে পাবে না। গতকাল বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন দলের উপজেলা সভাপতি সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস। ইউনিয়ন আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, আইন বিষয়ক সম্পাদক এডঃ নব কুমার চক্রবর্তী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক নিমাই চন্দ্র রায়, উপ-প্রচার সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল। বক্তৃতা করেন উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, অধ্যাপক ফিরোজুর রহমান মহিউদ্দিন আক্তার, মোশাররফ হোসেন, দিলীপ হালদার, ইমরান হোসেন, আল-মাহমুদ খান, বুলু রাণী রায়, সরদার জাকির হোসেন, জামিল খান, এস এম ফরিদ রানা, রাফেল হোসেন বাবু, সঞ্জয় মোড়ল, শান্তনু মন্ডল ছুটুল, মনিরুজ্জামান মনি, হাসিব গোলদার, আলমগীর হালদার, রেহেনা আফরোজ শোভা, প্রবীর দাস, জিল্লুর রহমান ডলার, ছাত্রনেতা বিধান রায়, দ্বিপ পান্ডে বিশ্ব, হুমায়ুন কবির, কাতিবুর রহমান, ইফতেখার হোসেন, শিহাব খন্দকার, আঃ রহিম, বুলু প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মিলন গোলদার। সম্মেলনে খলিলুর রহমান সভাপতি ও নাসির শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।