সকল মেনু

বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদের কোন স্থান নেই- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সহিংসতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলমত নির্বিশেষে সবাইকে সহিংসতা বন্ধ করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে। মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস রাজারবাগে অনুষ্ঠিত বার্ষিক পুলিশ প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়তকে এসব জঘন্য কাজ থেকে বিরত থাকার আহবানও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ পুলিশ দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক। অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষা করা পুলিশের পবিত্র দায়িত্ব। পুলিশই সাধারণ জনগণের প্রধান ভরসা। এ কারণে আমরা যখনই সরকারে এসেছি পুলিশকে জনবান্ধব, পেশাদার ও আধুনিক বাহিনীতে পরিণত করতে এর ব্যাপক সংস্কার ও উন্নয়ন করেছি।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড, হরতাল ও অবরোধের নামে নিরীহ মানুষ হত্যা, যাত্রীবাহী গাড়ীতে আগুন দিয়ে নারী-শিশু হত্যার ঘৃণ্য অপকর্ম প্রতিরোধে বাংলাদেশ পুলিশ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমি এজন্য পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই।’

শেখ হাসিনা বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল পুলিশ সদস্য নিহত হয়েছেন, আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

এর আগে তিনি সকাল ১০টার দিকে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান এবং পুলিশ প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পড়িয়ে দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top