সকল মেনু

চাঁদপুরে জাঁকজমকপূর্ণ পরিবেশে সরস্বতি পূজা অনুষ্ঠিত হচ্ছে

সরস্বতিচাঁদপুর প্রতিনিধি : বিদ্যা, জ্ঞান ও সুরের দেবি ‘সরস্বতি’র আরাধনায় মেতে উঠেছে চাঁদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার রাত থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাসা-বাড়িতে দেবির আরাধনা শুরু হয়। শনিবার সকাল ন’টা পর্যন্ত ছিল এই পূজার লগ্ন। মন্ডপে মন্ডপে ঢাক-ঢোল, করতাল, কাসরের শব্দ, ধুপ-ধুনোর গন্ধ  আর শিউলি ফুলের সমারোহ ছিল দেখার মত। চাঁদপুর জেলার দুই শতাধিক স্থানে সরস্বতি পূজা অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত পূজা মন্ডপে পূর্ণার্থ্যেিদর ভিড় ছিল লক্ষ্যণীয়। এখানে পূজা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা। পরে ইসকনের উদ্যোগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top