সকল মেনু

চোখের সৌন্দর্যে মাসকারার ব্যবহার

চোখলাইফস্টাইল ডেস্ক : চোখের পাপড়ি সকলের ঘন, লম্বা আর সুন্দর হয় না। আবার অনেকে নকল আইল্যাশ ব্যবহার করতেও নারাজ। এক্ষেত্রে কী করবেন? কীভাবে চোখের পাপড়িগুলোকে করে তুলবেন সুন্দর? সমাধান লুকিয়ে আছে আপনার মাসকারাতেই। একটু বুদ্ধি করে ব্যবহার করলেই আপনার নিত্যদিন ব্যবহারের মাসকারা হয়ে উঠতে পারে চোখের পাপড়িকে সুন্দর করে তোলার ব্রহ্মাস্ত্র।চলুন, চোখের পাপড়িকে ঘন দেখাবার কৌশল জেনে নেই ধাপে ধাপে।

-চোখের মেকআপ একদম সম্পন্ন হলে তারপর মাসকারা লাগান। মাসকারা সবসময় ভালো ব্রান্ডের ব্যবহার করুন। চোখের পাপড়ি বেশি পাতলা হলে এক্সট্রা থিক মাসকারা ব্যবহার করুন।

-চোখে মাসকারা দেয়ার আগে প্রতিবার ব্রাশটি পরিষ্কার করে নিন টিস্যু দিয়ে। এতে সুন্দর করে লাগাতে পারবেন।

-ব্রাশটি মাসকারায় ডুবিয়ে নিন, বাড়তি মাসকারা ঝেড়ে ফেলে তারপর চোখে লাগান।

-চোখে মাসকারা দেয়ার আগে পাপড়িতে হালকা পাউডার লাগিয়ে নিন, এতে পাতলা পাপড়ি ঘন দেখাবে।

-একদম গোঁড়া থেকে মাথা পর্যন্ত লম্বা লম্বা টানে মাসকারা দিন। এবার অপেক্ষা করুন শুকিয়ে যাবার।

-সম্পূর্ণ শুকিয়ে গেলে আরেকটি কোট দিন খুব সাবধানে। সম্পূর্ণ শুকিয়ে যেতে দিন।

এবার দেখুন তো, দেখাচ্ছে না পাপড়িগুলো আগের চাইতে ঘন?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top