সকল মেনু

পাকিস্তানে দল পাঠানোর বিষয় খতিয়ে দেখছে বিসিবি

দূর্জয়ক্রিড়া প্রতিবেদক : বাংলাদেশ সফরে আসার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেয়া ৫০ ভাগ লভ্যাংশ ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল পাকিস্তানে পাঠানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছে বিসিবি। বিসিবি’র পক্ষ থেকে জানানো হয় এ ধরনের প্রস্তাব মানা সম্ভব নয়। সফর ঠিকমত সফল করার জন্য দুই বোর্ডকেই ছাড় দিতে হবে।

এছাড়া যদি সম্ভব হয় তাহলে পাকিস্তানে জাতীয় দল নয়, বয়স ভিত্তিক দল পাঠানো যায় কিনা তা খতিয়ে দেখছে বিসিবি। কিন্তু সবকিছুর জন্য আরো ক’দিন অপেক্ষা করতে হবে বলে জানান বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।

তিনি বলেন, ‘তারা চাইলেই যে আমরা তা পূরণ করবো বা করতে পারবো তেমনটি তো নয়। আমরা নিজেদের ক্ষতি করে তো তাদের লাভ দিতে পারবো না কিন্তু তার পরও আমরা চাচ্ছি যে সিরিজটা হোক। আরা দল পাঠানোর জন্য আমাদের আগের অবস্থানের বিবেচনা করে আমরা কোন পাঠাতে পারি তার বিশ্লেষণ করবো। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি দেখি কতদূর করা সম্ভব হয়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top