সকল মেনু

সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল চলছে

46803নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই সারাদেশে চলছে ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন। রবিবার সকাল থেকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, আন্দোলন দমনে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গণগ্রেফতার-নির্যাতন ও সরকারের নাশকতার ষড়যন্ত্রের প্রতিবাদে এই হরতাল শুরু হয়। চলবে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এদিকে অবরোধ-হরতালকে ঘিরে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। নগর-মহানগরসহ গুরুত্বপূর্ণ জেলায় বিজিবি মোতায়েন এবং যৌথবাহিনীর টহল বাড়ানো হয়েছে।

শনিবার রাতে রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ি ও দনিয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে।

এ ছাড়া রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাব, বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারী ও সাদা পোশাকের পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

হরতালে রাজধানীতে সকাল থেকে গণপরিবহন চলালচল করছে খুবই কম। বাসগুলোতে যাত্রী সংখ্যাও কম দেখা যায়। ব্যক্তিগত গাড়ি চলাচল একেবারেই নেই।

ঢাকা থেকে দূরপাল্লার কোনো যান বাইরে এবং বাইরে থেকে কোনো যান ঢাকায় প্রবেশ করেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top