সকল মেনু

রংপুরে বাসে পেট্রোল বোমা মেরে ৬ জনকে হত্যার ঘটনায় অর্থদাতা, শিবির ক্যাডারসহ ৫ জন গ্রেফতার

রংপুরইকবাল হোসেন, রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা ছুড়ে শিশু নারীসহ ৬ জনকে পুড়িয়ে মারার অর্থযোগানদাতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২ শিবির ক্যাডার রয়েছে। শনিবার ভোরে বিভিন্নস্থানে অভিযান চালিযে তাদের গ্রেফতার করা হয়।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির জানান, বাসে পেট্রোল বোমা মারার অর্থযোগানদাতা এবং ওই মামলার আসামীদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। তারা গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার দুলহাপুর এলাকায় শনিবার ভোরে অভিযান চালায়। এরপর সেখান থেকে বোমা হামলার অর্থযোগানদাতা জামায়াতের কর্মী মাদক ব্যবসায়ী হুমায়ুন কবীরকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক গ্রেফতার করা হয় জামায়াতকর্মী রাজু মিয়া ও ওয়াহেদ মিয়াকে। এরপর হাবীবুর রহমান ও নবাব মিয়া নামে আরো ২ শিবির ক্যাডারকেও গ্রেফতার করে পুলিশ। তারা সবাই ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে পুলিশী জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
ওসি আরো জানান, হুমায়ুন কবির মাদক ব্যবসার সাথে জড়িত এবং তিনি নিজেও ইয়াবা এবং ফেনসিডিল গ্রহণ করেন। ওই দিনের ঘটনায় কত টাকা দিয়েছেন পুলিশের এমন প্রশ্নেন উত্তরে তিনি জানান, কয়েক লাখ টাকা তিনি খরচ করেছেন। পুলিশী জিজ্ঞাসাবাদে তিনি আরো জানান, জালিম ইসলাম বিরোধি সরকারকে উৎখাতে শুধু অর্থ নয় জিহাদের জন্যও তিনি প্রস্তুত রয়েছেন।
এনিয়ে এ মামলায় মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। তিনি আরো জানান, এই নাশকতার পরিকল্পনাকারিদেরও গ্রেফতারে মাঠে রয়েছে গোয়েন্দা সদস্য এবং পুলিশ।
গত ১৩ জানুয়ারী রাতে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গীর বাতাসন ফতেপুর নামকস্থানে খলিল এক্সক্লুসিভ পরিবহনের একটি নৈশ কোচে দুর্বৃত্তরা পেট্রোল হামলা করে। এতে শিশুসহ ৬ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এরপর মিঠাপুকুর থানার এসআই আবদুর রাজ্জাক বাদি হয়ে ৮০ জনের নাম উলে¬খ্য করে এবং অঞ্জাত ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top