সকল মেনু

রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক

46635নিজস্ব প্রতিবেদক : কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।  ব্রিফিংয়ে সংলাপসহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। সোমবার দুপুর দুইটা থেকে বিকাল সোয়া তিনটা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, জাপান, কানাডা, ব্রাজিল, উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং দূতাবাস প্রধানরা উপস্থিত ছিলেন। গত এক বছরে সরকারের কূটনৈতিক সাফল্য ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। শহীদুল হক জানান, কূটনীতিকরা দেশের চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, সহিংস কর্মকা- করে গণতন্ত্র শক্তিশালী করা যায় না। আশাকরছি খুব শিগগিরই এসব সহিংসতা বন্ধ হবে। আগে গত ১৪ই জানুয়ারি ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top