সকল মেনু

রাজধানীতে গভীর রাতে হঠাৎ শিলা বৃষ্টি

46546নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় হঠাৎ করে গুড়ি গুড়ি শিলা বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ করে এ বৃষ্টি শুরু হয়। চলে ঘণ্টাখানেক ধরে। তবে এ ব্যাপারে আবহাওয়ার আগাম কোনো আভাস পাওয়া যায়নি।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিক থেকে হালকা থেকে মাঝারি বাতাস বয়ে যেতে থাকে। তার পরপরই বিদ্যুৎ চমক ও মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টি পড়তে শুরু করে। গুড়ি গুড়ি শিলা বৃষ্টির সঙ্গে থেকে থেকে বিদ্যুৎ চমক ও মেঘের গর্জন চলতে থাকে।
এদিকে, গভীর রাতে এই বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাতবাসীদের চরম দুর্ভোগে পড়তে হয়। একদিকে শীতের প্রকোপ, তার ওপর বাড়তি পাওনা হিসেবে যোগ হওয়া এই বৃষ্টি হতদরিদ্র এসব মানুষের কষ্ট বাড়িয়ে দেয় কয়েকগুণ।
তবে মাঘ মাসের শুরুতেই ঢাকায় যেভাবে হালকা গরমের আঁচ লাগছিল, এই শিলা বৃষ্টির কারণে তার অবসান হয়েছে। হয়ত এই শিলা বৃষ্টির হাত ধরে আবারো একটি শৈত্য প্রবাহের মধ্য দিয়ে যেতে হবে ঢাকাবাসীদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top