সকল মেনু

ডিজিটাল উদ্ভাবনী মেলা বাস্তবায়নে প্রেস ব্রিফিং

press breffing[20-50-31]কবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি :  পিরোজপুরের ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫ প্রচারনা ও বাস্তবায়নের জন্য প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস । এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক একেএমএ শামিমুল হক ছিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমান। প্রেস ব্রিফিং করেন জেলা তথ্য অফিসার মো: রিয়াদুল ইসলাম। এতে জানানো হয় আগামী ১৫ থেকে ১৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য মেলা উদ্বোধন করবেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। মেলায় মোট স্টল থাকবে ২৭টি যেগুলো থাকবে আইসিটি সম্পর্কিত। থাকছে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা। পাশাপাশি প্রতিদিন থাকছে একটি করে সেমিনার। মেলাকে সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে মেলা উদযাপন কমিটি। মেলা স্থলের ওয়াই ফাই জোনকে সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হবে। ১৭ জানুয়ারী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিভিন্ন স্তরে ১৩টি পুরস্কার বিতরন করা হবে। পুরস্কার নিতে পারবেন আইসিটি সেক্টরে অবদান রাখা ব্যাক্তিগত ও প্রতিষ্ঠানও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top