সকল মেনু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

Rahbari-1রাজবাড়ী প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে নৌযান চলাচল বন্ধ হয়ে গেলে মাঝনদীতে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে কুয়াশা কেটে গেলে আবার নৌযান চলাচল শুরু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top