সকল মেনু

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে স্সিরিশেনা

শ্রীলঙ্কার প্রেসিডেন্টআন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রের ফলাফলে জয়ের পথে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিশেনা। পরাজয় মেনে নিয়েছেন এক দশক ধরে দেশটির নেতৃত্বে থাকা বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।

তার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজাপাকসে স্বচ্ছন্দে ক্ষমতা হস্তান্তরের কথা নিশ্চিত করেছেন। মাইথ্রিপালা সিরিশেনা প্রয়োজনীয় ৫০% ভোট নিশ্চিত করেছেন বলে ভোটের প্রাথমিক ফলাফলে জানা গেছে।

তিনি রাজাপাকসে সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী। গত নভেম্বরে দল ত্যাগ করে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে, এরইমধ্যে রাজাপাকসে তার সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন। আজই নতুন প্রেসিডেন্টের শপথ নেয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top