ইবি করেসপন্ডেন্ট ইবি(কুষ্টিয়া): ছাত্র নিহত হওয়ার ঘটনায় অনির্ধারিত ছুটি শেষে বৃহস্পতিবার খুলেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এর আগে বুধবার সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে বলেও জানা গেছে। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. দেবাশীষ শর্মা আবাসিক হলসমূহ খোলার বিষয়টি হটনিউজ২৪বিডি.কমকে নিশ্চিত করেছেন। এছাড়া বৃহস্পতিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চালু হওয়ার কথা রয়েছে। ক্লাস পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার হটনিউজ২৪বিডি.কমকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করা হবে।’ ৩০ নভেম্বর বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস পরিস্থিতি। তখন বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ৩৫টি বাস পুড়িয়ে দেয়। ফলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পরদিন ১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন প্রশাসন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।