হটনিউজ ডেস্ক:যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের বাসভবন ও অফিস ভাংচুর এবং বিএনপি-জামায়াতের অযুক্তিক অবরোধের প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কক্সবাজার জেলা শাখা। মঙলবার সকাল ১১ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে যুবলীগের সভাপতি খোরশেদ আলমের নেতৃত্বে মিছিলটি শুরু প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ফিরে এসে বিক্ষোভ সমাবেশে করে। সমাবেশে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাবুর সঞ্চলনায় সভাপতিত্ব করেন খোরশেদ আলম। এই সময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, বাবুল ইসলাম বাহাদুর, জাফর আলম, শোয়েব ইফতেকার, অমর দাশ, শফিকুল ইসলাম, আসাদ উল্লাহ, শাহেদ মোঃ ইমরান, বেলাল হোসেন, রহমত উল্লাহ রকি, ছানাউল্লাহ, জয়নাল, আবুল কাসেম, মমতাজ, মুবিন, মোস্তাফিজ, জসিম উদ্দিন, আকাশ, আমান উল্লাহ, আরমান হোসেন, আমির হোসেন, কলিম উল্লাহ বাদশাহ, সাত্তার, সুজন, মাসুকুর রহমান বাবু, মোঃ ইব্রাহিম, নুরু, রূপন চৌধুরী, মোঃ কায়সার, স্বপন দাশ, শফি উল্লাহ শফি, সোহেল বড়–য়া, এস.এম. নবী হোসেন, মোঃ শহিদুল্লাহ, মিটন মল্লিক, হামিদ, ইয়াসির আরাফাত রিগান, ছাত্রনেতা জাহেদ সিকদার রুবেল, আবেদ আনজুম, মুমিনুল হক মুমিন, জুয়েল সরকার প্রমূখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।